গ্রেফতারী পরোয়ানাভুক্ত ,সহিংস উগ্রবাদ মতাদর্শী ও নাশকতার পরিকল্পনাকারী পলাতক আসামী গ্রেফতার
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন | সারাদেশ

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতয়ালী মডেল থানার অধিযাচন পত্রের ভিত্তিতে ২৭ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ডিএমপি’র খিলগাঁও থানাধীন কাজীবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সহিংস উগ্রবাদ মতাদর্শী ও নাশকাতার পরিকল্পনাকারী গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম— মো: ইয়াসিন আরাফাত (৩৮), পিতা— মো: সিরাজুল ইসলাম, গ্রাম— পাচুয়া, থানা— গফরগাঁও, জেলা— ময়মনসিংহ।
গ্রেফতারকৃত মো: ইয়াসিন আরাফাত (৩৮) ও তার অপরাপর সহযোগীরা দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির নিমিত্তে বিভিন্ন স্থানে গুপ্ত হত্যা, জ্বালাও—পোড়াও ও নাশকাতামূলক কর্মকান্ড পরিচালনার জন্য পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত ছিলেন। সন্ত্রাসী কার্য পরিচালনার ষড়যন্ত্র ও প্রচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতারকৃত আসামী ও তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতয়ালী মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন এবং সন্ত্রাসবিরোধী আইনসহ পৃথক তিনটি মামলা রুজু হয় (কোতয়ালী মডেল থানার মামলা নং— ৩৭, তাং— ১১/১২/২০১৩ খ্রিস্টাব্দ, ধারা— বিষ্ফোরক দ্রব্যাদি আইন— ১৯০৮ এর ৩/৪ ধারা, কোতয়ালী মডেল থানার মামলা নং— ১২১, তাং— ২৮/১১/২০১৫ খ্রিস্টাব্দ, ধারা— সন্ত্রাস বিরোধী আইন— ২০০৯ এর ৭/১০/১১, কোতয়ালী মডেল থানার মামলা নং— ৭৩, তাং— ২৪/০২/২০১৩ খ্রিস্টাব্দ, ধারা— ১৪৭/১৪৮/৩২৩/৩৩২/৪২৭/৪৩৫/৩৪ পেনাল কোড)। মামলা রুজুর পর থেকেই মো: ইয়াসিন আরাফাত (৩৮) দেশের বিভিন্ন স্থানে আত্নগোপনে ছিলেন। এটিইউ’র একটি চৌকষ দল নিজস্ব নজরদারী ও গোয়েন্দা তথ্যের সহায়তায় উল্লেখিত তিনটি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো: ইয়াসিন আরাফাত (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।