লন্ডনে প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য আ.লীগের শুভেচ্ছা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫ অপরাহ্ন | রাষ্ট্র প্রধান / সরকার প্রধান

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডনের ক্লারিজ হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান শামসুদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন, সহ-সভাপতি অধ্যাপক আবুল হাশেম, সহ-সভাপতি হরমুজ আলী, যুগ্ম-সম্পাদক নঈম উদ্দীন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।